কাষ্টমাকে যে যে শর্ত মানতে হবে
TrendyFashion এ স্বাগতম
আমাদের ওয়েবসাইট ব্যবহারের আগে দয়া করে নিচের নিয়ম ও শর্তাবলী ভালোভাবে পড়ে নিন। এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের সব শর্তে সম্মতি দিচ্ছেন।
1. পণ্য সম্পর্কিত তথ্য
আমরা সবসময় পণ্যের বিবরণ, রং ও সাইজ যথাসম্ভব সঠিকভাবে প্রদর্শনের চেষ্টা করি।
তবে ফোন/ডিভাইসের স্ক্রিন ভেদে পণ্যের রঙে সামান্য ভিন্নতা থাকতে পারে।
2. অর্ডার ও কনফার্মেশন
কাস্টমারের দেওয়া ঠিকানা, নাম্বার ও তথ্য সঠিক হওয়া বাধ্যতামূলক।
অর্ডার কনফার্ম হওয়ার পর যেকোনো প্রয়োজনে আমাদের টিম কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারে।
3. পেমেন্ট
Cash on Delivery (COD) ও Online Payment—দুই ধরনের পেমেন্ট সাপোর্ট করা হয় (যদি থাকে)।
COD অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি বয়কে পণ্য হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে হবে।
4. শিপিং ও ডেলিভারি
ঢাকার ভিতর সাধারণত ২৪–৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয়।
ঢাকার বাইরে ২–৪ কর্মদিবস সময় লাগতে পারে।
কুরিয়ার চার্জ লোকেশন অনুযায়ী নির্ধারিত হয়।
5. রিটার্ন ও রিফান্ড নীতি
ভুল পণ্য/ডিফেক্টেড পণ্য পেলে ৬ ঘণ্টার মধ্যে ভিডিও-প্রুফসহ ইনবক্স/হেল্পলাইনে যোগাযোগ করতে হবে।
ব্যবহৃত, ধোয়া বা নষ্ট করা অবস্থায় কোনো রিটার্ন গ্রহণযোগ্য নয়।
রিটার্ন নীতির সম্পূর্ণ তথ্য Return Policy-তে দেওয়া আছে।
6. পরিবর্তন করার অধিকার
TrendyFashion যেকোনো সময় Terms & Conditions পরিবর্তন করার অধিকার সংরক্ষণ
Gents Hoodie